জেলা প্রতিনিধি নাটোর
নাটোরের সিংড়ায় সিএনজিচালিত অটোরিকশা থেকে শ্রমিক লীগ নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে প্রকাশ্যে রামদা (দেশীয় অস্ত্র) হাতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনির নেতৃত্বে এ মিছিল করা হয়।
ইতোমধ্যে এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় অন্তত অর্ধশত বিক্ষোভকারী রামদা নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে মহড়া দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করে সিংড়া পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনি ঢাকা পোস্টকে বলেন, সিএনজি স্ট্যান্ডের (সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি) সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ বছরের পর বছর সিংড়ার সিএনজিচালিত অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদা তুলছেন। তারা একটি সমিতির নামে প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন ৫০ থেকে ৭০ টাকা চাঁদা আদায় করছেন। সকল অটোচালক ক্ষুব্ধ হয়ে এই মিছিলের আয়োজন করে। আমিও সেখানে ছিলাম।