লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আরও একবার দলের শক্তি প্রদর্শন করল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এবার রাজধানী ইসলামাবাদে আসতে নেতা–কর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের।
গতকাল বৃহস্পতিবার পিটিআইয়ের বহুল আলোচিত এই সমাবেশে লাহোরের গ্রেটার ইকবাল পার্কে নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠসহ হাজারো মানুষ অংশ নেন। তাঁরা স্লোগানে স্লোগানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থন জানান। বিদেশি প্রভুদের ছড়ি ঘোরানোর প্রতিবাদ জানান। সার্বভৌমত্ব ও আত্মসম্মানবোধের প্রতি সমর্থন জানান।
‘প্রকৃত স্বাধীনতা’ ও গণতন্ত্র পেতে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিতে গোটা জাতির প্রতি আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁকে ক্ষমতাচ্যুত করে যাঁরাই ভুল করুক, তার একমাত্র সংশোধন হলো নতুন নির্বাচন।
মিনার-ই-পাকিস্তানের পাদদেশে বিশাল এই সমাবেশে নতুন সরকারকে আক্রমণ করেও বক্তব্য দেন ইমরান খান। তিনি বলেন, ‘আমরা কখনো এই আমদানি করা সরকারকে মেনে নেব না।’ বিরোধী দলের কর্মী-সমর্থকসহ যাঁরা ‘বিদেশি প্রভুদের দাসত্ব থেকে মুক্তি’ চান, তাঁদের সবাইকে সর্বত্র প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং ইসলামাবাদে আসতে তাঁর ডাকের জন্য অপেক্ষা করতে বলেন ইমরান খান।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী ও পুলিশের প্রতি সম্মান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি কোনো সংঘাত চান না। কিন্তু ‘স্বাধীনতা আন্দোলন’ আরও জোরদার হবে। ‘প্রকৃত স্বাধীনতা’ ও গণতন্ত্র অর্জনে নতুন নির্বাচনের ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলনে সক্রিয় থাকবেন— সমাবেশে উপস্থিত জনতাকে এই শপথ করান তিনি।
– প্রথম আলো