কেন আন্তর্জাতিক সম্প্রদায় এখনো ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে না তার সমালোচনা করেছেন ওয়ালিদ জুমলাত।’ তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, তারা (পশ্চিমারা) রাশিয়ার ওপর এত দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করলেও কেন ইসরাইলের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। কবে ফিলিস্তিন দখলের অপরাধে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা?’
লেবাননের প্রগ্রেসিভ সোস্যালিস্ট পার্টির প্রধান ও প্রখ্যাত লেবাননি নেতা ওয়ালিদ জুমলাত বলেছেন, রাশিয়ার মতো ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ।’ ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ওয়ালিদ জুমলাত এমন মন্তব্য করেন।’ বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।’
তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও পশ্চিমা দেশগুলোর সরকারকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন। তার অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো কাজের কাজ করছে না।’ এটা একটি বেহুদা ও অকার্যকর প্রতিষ্ঠান।’
এ প্রখ্যাত লেবাননি নেতা মনে করেন, পশ্চিমা সরকারগুলো বৈষম্যমূলক আচরণ ও নীতির অনুসরণ করছে।’
সূত্র : মিডল ইস্ট মনিটর