রাবি প্রতিনিধি:সাহিব বিল্লাহ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের নতুন কার্যবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের প্রফেসর এ.বি.এম. হোসেন গ্যালারীর ২০৪ নং কক্ষে এ অনুষ্ঠান হয়।
মেহেদী সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক শাহিন জোহরা।
উক্ত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অধিকার বিষয়ে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং অধিকার আদায়ের লক্ষ্যে সচেষ্ট হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে.এ.এম. সাকিবের সভাপতিত্বে নবীণবরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রাশেদ রাজন, সাবেক সদস্য সচিব মোজাহিদুর রহমান বাবুসহ দুই শতাধিক শিক্ষার্থী।
এর আগে সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’-এর ২০২৩ কার্যবর্ষে সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করে।
উল্লেখ্য, ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’ ছাত্র-ছাত্রীদের মৌলিক অধিকারসহ নানাবিধ অধিকার সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে কাজ করে থাকে।