পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) লাঠির আঘাতে মো. আলম (২৮) নামের এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। সোমবার সকালে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া-বাঙ্গালপাড়া সীমান্তে ৭৫৪ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলম একই ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার আজির উদ্দিনের ছেলে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেল সাড়ে চারটায় সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পতাকা বৈঠকে বিজিবির ঘাগড়া বিওপির কোম্পানি কমান্ডার দাইমুল ইসলাম ও বিএসএফের চানাকিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নারায়ণ সিং নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে।
বিজিবির ঘাগড়া বিওপি সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাতটার দিকে বাঙ্গালপাড়া এলাকায় মো. আলমসহ চার থেকে পাঁচজন তরুণ সীমান্ত পেরিয়ে ভারতীয় একটি চা-বাগানে প্রবেশ করেন। এ সময় ভারতের চানাকিয়া বিএসএফ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য এগিয়ে এসে হাতে থাকা লাঠি দিয়ে আলমের মাথায় আঘাত করেন। এতে আলম গুরুতর আহত হয়ে চিৎকার করলে আশপাশে থাকা অন্য তরুণেরা এগিয়ে এসে ওই বিএসএফ সদস্যের ওপর চড়াও হয়ে তাঁর কাছ থেকে আলমকে ছিনিয়ে আনেন।
পরে তাঁকে হাড়িভাসা এলাকায় স্থানীয় একজন পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া। এ সময় আলমের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে আলম নামের ওই তরুণ আত্মগোপনে রয়েছেন এবং তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ বলে বিজিবি সূত্র জানিয়েছে।
– প্রথম আলো