কর্মসূচি ঘোষণার দুই দিন পর পাঁচ বিভাগের রোড মার্চে রুট ঘোষণা করল বিএনপি।
আগামী শুক্রবার শুরু হচ্ছে প্রথম কর্মসূচি, শেষ হবে ৩ অক্টোবর।
গত ১২ জুলাই সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন ঘোষণার পর এটিই বিএনপির সবচেয়ে দীর্ঘ সময়ের কর্মসূচি।
শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নির্বাচনকালীন সরকার গঠন, নতুন নির্বাচন কমিশন গঠনে করে তার অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির ‘এক দফা‘ দাবিতে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করা হয়েছ্
সিলেট বিভাগের পথে কিশোরগঞ্জের ভৈরবে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে বিএনপির টানা কর্মসূচি।
গত ১৮ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রোড মার্চসহ ১৫দিনের টানা কর্মসূচি ঘোষণা করেন।
ভৈরব থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেট শহর। এই মার্চে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
বরিশাল শহর থেকে শুরু হয়ে ঝালকাঠি, পিরোজপুর হয়ে যাবে পটুয়াখালী শহরে।
মার্চের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা, যশোর হয়ে যাবে খুলনা শহরে। নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
ময়মনসিংহ শহর থেকে শুরু হয়ে যাবে কিশোরগঞ্জ শহরে। এই রোড মার্চের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
কুমিল্লা থেকে শুরু হয়ে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম শহর পর্যন্ত যাবে মার্চ। নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর ও রাজশাহী বিভাগে দুইটি রোড মার্চ হয়।
এর আয়োজনে ছিল বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। নাম ছিল ‘তারুণ্যের রোড মার্চ’।