আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস ২০২২ উপলক্ষে রাজধানীতে পথশিশুদের নিয়ে বর্ণমালা উৎসবের আয়োজন করে বসুন্ধরা ইয়ুথ সার্কেল।
সকালে “পথকলিদের সাথে বর্ণমালা উৎসব” শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের লেকচারার মোহাম্মদ রাশেদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা ইয়ুথ সার্কেলের সাবেক পরিচালক মেহেদী হাসান পারভেজ, সরোয়ার জাহান তসলীম (সাবেক পরিচালক) এবং জাহিদ হাসান (সাবেক পরিচালক)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সার্কেলের বর্তমান পরিচালক রেজাউল করিম।
অনুষ্ঠানে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এর পাশাপাশি তাদের মাঝে খাবার বিতরণও করা হয়।
এছাড়াও খেলা ও চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের ভিত্তিতে তাদেরকে পুরস্কৃত করা হয়।