তবে শুরুতে শুধু রাজধানীবাসী এ সুবিধা পাবেন। ফ্যামিলি কার্ডধারীরা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম ৫ টাকা পর্যন্ত বেড়েছে। সরকার প্রতি কেজি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা নির্ধারিত করে দিলেও তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে নিম্ন আয়ের মানুষের জন্য ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।
টিসিবির মুখপাত্র হুমায়ূন কবীর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুরুতে রাজধানীর কার্ডধারীরা জনপ্রতি ৩৫ টাকা দরে দুই কেজি পেঁয়াজ পাবেন। আমদানি বাড়লে দেশের অন্যান্য স্থানেও স্বল্প দামে বিক্রি করা হবে।