Update :
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ২:১৯ পূর্বাহ্ন
Share
পাবনার রাধানগরে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকান্ড
পাবনা রাধানগর এলাকার এডওয়ার্ড কলেজের সংলগ্ন ফরিদ ফিলিং স্টেশনে হঠাৎই আগুিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ১০ জানুয়ারি রোজ বুধবার সন্ধ্যা সারে টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।প্রায় দেড় ঘন্টা ফায়ার সার্ভিসের প্রচেষ্টার মাধ্যমে আগুনটি নিভাতে সক্ষম হয়।
র্যাবের বক্তব্য
টহল পেট্রোলে থাকা র্যাব কর্মকর্তা ডিআইডি সাদেক জানানঃ হঠাৎ করে দেখলাম যে আগুন লেগে গেছে, তো আমরা লোকজন কাটাপ করে আমরা এখানে দাঁড়াইলাম ততক্ষণে ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হয়েছে, পরপরই দ্রুতই ফায়ার সার্ভিস চলে এসেছে চলে এসেছে।সঙ্গে সঙ্গে দ্রুত কাজ করছে, সাথে পুলিশ যারা ছিল পুলিশের একটা টল টীম সহ থানা থেকে আরো দুইটা গাড়িসহ আরো পুলিশ এসে আমরা মোটামুটি আগুন নিয়ন্ত্রণ করার জন্য যতটা সহায়তা করা দরকার তাদেরকে আমরা সহায়তা করছি ।এবং এবং যতটুক শুনতে পারছি যে, অকটেনের যে গাড়িটা ছিল ওই গাড়িতে তেল আনলোড করার সময় আগুনটা লেগে যায়, তৎক্ষণিক সময় যে ড্রাইভার ছিল উনি আগুনটা দেখেই গাড়িটা টান দিয়ে পাম্প থেকে একটু বাইরে চলে আসে এরপরে আগুনটা পুরো আকারে লেগে যায়।
ফায়ার সার্ভিসের সাতটা ইউনিট আগুন নেভাতে কাজ করেন, এখন পর্যন্ত কোন হতাহতের তথ্য যানা যায়নি।