বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার তিন সদস্যকে (রুকন) বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মো: জিয়াউল হক মনির, মো: রফিকুল ইসলাম ও মো: ওসমান গণি।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আফম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সকলেই সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা বহির্ভূত ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় সংগঠনের ভাব-মর্যাদা সুনাম ও সুখ্যাতি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংগঠন তাদের সদস্যপদ বাতিল পূর্বক সংগঠন বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন থেকে তাদের সাথে সংগঠনের কোনো পর্যায়ে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘উল্লেখিত ব্যক্তিগণের কোনো ধরনের আর্থিক লেনদেন, দেনা-পাওনা কিংবা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সংগঠনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ওই বিষয়গুলো তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।’
প্রেস বিজ্ঞপ্তি