তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ তিন দাবিতে সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার এ কর্মসূচি পালনের কথা ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা‘ছুম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে জানানো হয়।
বিএনপিসহ সমমনা জোটগুলো সোমবার সরকারের পদত্যাগ দাবিতে চলমান ‘এক দফা’র যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে। এর আগে জামায়াত এ কর্মসূচি দিল।
রোববার জামায়াত নেতার এ বিবৃতিতে বলা হয়, ‘‘জামায়াতে ইসলামীসহ সকল বিরোধী দলের দাবি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ।”
সরকার বিরোধীদলকে বাইরে রেখে প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিবৃতিতে দলের আমীর ডা. শফিকুর রহমানসহ আলেম-উলামাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার কথা জানানো হয়।
দলের নেতাকর্মীসহ সবাইকে এ কর্মসূচি সফল করার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।