একটি মেয়েকে ঘিরে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জের ধরে এই সংঘর্ষ ঘটেছে বলে পুলিশ ।
গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাসের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পুলিশ এই ঘটনার পেছনে ফেসবুক স্ট্যাটাসের কথা জানিয়েছে। তবে স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনার সূত্রপাত হয় একটি টিকটক ভিডিও জের ধরে।
শনিবার রাত সাড়ে ১১টার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি নাঈম হোসেন।
তিনি জানান; শনিবার রাত সাড়ে এগারোটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ৭/৮ জন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের মৃত্যু হয়েছে। ছুরি বা ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে।’
নিহত তিন জন হলেন কাপাসিয়ার চরপাড়া এলাকার নাঈম, ফারুক ও রবিন।
”প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি মেয়েকে ঘিরে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জের ধরে এই সংঘর্ষ ঘটেছে। কেন বা কি উদ্দেশ্যে সেটা দেয়া হয়েছে, তা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।”
তিনি জানান, ওই সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।”