বুধবার (১৯ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ চেয়ারম্যান ( গ্রেড-১) মোঃ ইয়াসীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ড. মোঃ নাজমুল করিম খান।
এসময় বিআরটিএ চেয়ারম্যান মোঃ ইয়াসীন বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে।
জিএমপি কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান বলেন, “ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশ টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা সহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ – ২ গাজীপুর , উপ পুলিশ কমিশনার বৃন্দ।
এছাড়াও প্রধান গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রতিনিধি, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক হাইওয়ে পুলিশের প্রতিনিধি, অধিনায়ক ডিজিএফআই রাজেন্দ্রপুর সেনানিবাস এর প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর গাজীপুরের প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন গাজীপুরের প্রতিনিধি,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গাজীপুরের প্রতিনিধি,বাস পরিবহন মালিক সমিতি গাজীপুরের প্রতিনিধি, গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, এবং জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রীদের নিরাপত্তা,যানজট নিরসন এবং সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন ।