ভারতে নবী সা. এর অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান।
তিনি বলেছেন, নবী সা. কে অবমাননা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিরো সাজতে চাইছেন। কিন্তু এ আকাশ কুসুম কল্পনা কখনোই বাস্তবায়িত হবেনা।
ইমরান খান জোর দিয়ে বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর উচিৎ ভারতের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করা । এবার বিশ্বব্যাপী নবী সা. এর অবমাননায় যে প্রতিক্রিয়া হয়েছে তা বিরল এবং সমগ্র পৃথিবীতে একটি শক্ত প্রতিবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ইমরান খান ভারত অভিমুখে লংমার্চ করবেন বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন ।
পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, শ্রেষ্ঠনবীর সম্মান রক্ষায় প্রয়োজনে আমি এবং আমাদের দলের নেতারা জীবন দিতেও প্রস্তুত । তবুও রাসূলের বিরুদ্ধে চুল পরিমাণ অপমান সহ্য করবো না। তিনি এ বিষয়ে পাকিস্তানের জনগণকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি , পাকিস্তানের শাহবাজ সরকার নবী সা. এর অপমানের ঘটনায় নিশ্চুপ থাকায় ধিক্কার জানান। ইমরান আরো বলেন, শাহবাজ আর নরেন্দ্র মোদি হচ্ছে বন্ধু। সুতরাং বন্ধুর বিরুদ্ধে কিছু বলবেনা শাহবাজ । ভবিষ্যতে এরকম আচরণ অব্যাহত রাখলে শাহবাজের পীঠের চামড়া তুলে নেবে জনগণ বলেও মন্তব্য করেন পিটিআই নেতা ইমরান খান।