নূর মোহাম্মদঃ (কোনাবাড়ি)গাজীপুর প্রতিনিধি
সম্প্রতি ভারতে একটি মন্দিরের পুরোহিত মুসলমানদের নবি হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করেছেন। যার কারণে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এতে ভারতসহ গোটা বিশ্বের মুসলিমরা প্রতিবাদে ফেটে পড়ে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানায় বিসিক ১নং গেট থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করে।
সকাল ১০টা বিক্ষোভ মিছিলটি শুরু হয়। কোনাবাড়ি অঞ্চলের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহন করেন। এতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানায় এবং সেই পুরোহিতের শাস্তির বাদি জানান।