গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকা থেকে পুলিশ পরিচয়ে ১৩ লাখ টাকা প্রতারণার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে পুলিশের নকল আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে অভিযুক্তকে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতার ইউসুফ ফেরদৌস ওরফে সুমন (৩৩) মৌলভীবাজার জেলার জুড়ি থানার উত্তর বড় ডহর গ্রামের রইছ আলীর ছেলে। তিনি স্থানীয় হিমারদিঘীর হকের মোড় এলাকায় ভাড়া থেকে খাবার হোটেলে কাজ করতেন।
সোমবার দিবাগত রাতে দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইউসুফ মৌলভীবাজার জেলার জুরি উপজেলার উত্তর বড় ডহর গ্রামের রইছ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, নতুন জেরা নামে এক নারী পোশাক কর্মী ঝিনু মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। কর্মস্থলে যাওয়া আসার পথে ইউসুফের সঙ্গে তার পরিচয় হয়। পরে ইউসুফ ওই নারীকে পুলিশের লোক হিসেবে পরিচয় দেয় এবং পুলিশের আইডি কার্ড দেখায়।
পরিচয়ের সুবাদে এ বছরের ৪ জানুয়ারিতে নোটারী পাবলিকের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীকে জানায় পুলিশ বাহিনী থেকে তাকে সামরিক ভাবে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্ত ঢেকাতে ১৩ লাখ টাকা লাগবে। পরে ওই নারী ইউসুফকে জমিজমা বিক্রি করে পর্যায়ক্রমে ১২ লাখ ৬৫ হাজার টাকা দেয়। টাকা নেওয়ার পর থেকে ইউসুফ তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কোন উপায় না পেয়ে নতুন জেরা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ইউসুফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।