ডেঙ্গুর এই টিকার নাম কিদেঙ্গা। এই টিকা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিলের মতো দেশে স্থানীয়ভাবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস।
বিজ্ঞাপন
ডেঙ্গুজ্বরের টিকা ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২ অক্টোবর) জাপানি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যালের তৈরি করা এই টিকার অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও।
ডেঙ্গুর এই টিকার নাম কিদেঙ্গা। এই টিকা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিলের মতো দেশে স্থানীয়ভাবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস।
জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও-এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, ডেঙ্গুর উচ্চ সংক্রমণ প্রবণ এলাকায় এই টিকা ব্যবহার করা যাবে। ৬ থেকে ১৬ বছর বয়সীদের শরীরে এই টিকা দেওয়া যাবে।