গাজীপুরে আঁধারে আলো যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহির দাইয়ান
/ ১৪০
Time View
Update :
সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১১:১৪ অপরাহ্ন
Share
আঁধারে আলো যুব সংঘের উদ্যোগে ১৬ রমজান গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার এক অভিজাত রেস্টুরেন্টে ক্বেরাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা এবং বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণ করেন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব আক্তার হোসেন গাজীপুরী ।
অনুষ্ঠানের সভাপিত্ব করেন আঁধারে আলো যুব সংঘের সভপতি মোহাম্মদ মাসুম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঁধারে আলো যুব সংঘের সেক্রেটারি মোহাম্মদ সোহাগ এবং অর্থ সম্পাদক ইমাম সাজিদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য আঁধারে আলো যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় গাজীপুরের বিভিন্ন মাদ্রাসার হিফজ শাখার ছাত্ররা অংশ গ্রহণ করে এবং প্রতিযোগিতার পর পুরস্কার বিতরনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, আমন্ত্রিত অতিথি, ডোনার, বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের সকলকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।