বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। গত বুধবার রাতে র্যাব রাজধানী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা কাজী বেলাল হোসেনসহ ১৪ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবরে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আটক ব্যক্তিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১২০টি সিমকার্ড, সিম সচল করার একটি ফিংগার প্রিন্ট মেশিন, একটি ট্যাব, ৩২টি মুঠোফোন, একটি পাসপোর্ট, নোটবুক এবং চক্রের সদস্যদের বেতনের হিসাব বিবরণী এবং সাত লাখ টাকা টাকা জব্দ করেছে র্যাব।
খন্দকার আল মঈন বলেন, করোনাকালে সরকার নির্ধারিত হাসপাতালে নির্দিষ্ট ফি জমা দিয়ে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করানোর আদেশ জারি করে। এর পরিপ্রেক্ষিতে বিদেশগামী যাত্রীরা সরকার নির্ধারিত হাসপাতালে নির্দিষ্ট ফি দিয়ে করোনা পরীক্ষা করছে।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদেশগামী ব্যক্তিদের টার্গেট করে তাঁদের করোনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে জানিয়ে নেগেটিভ সনদ দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। কিছু ভুক্তভোগী প্রতারক চক্রকে টাকা দেওয়ার পরও করোনার ফল পজিটিভ আসায় তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।