জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে ঢাকার প্রেস ক্লাবের সামনে বিএনপি পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পালন করছিল।
আজ শনিবার সকাল ১১টার পর প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হয়ে বক্তব্য দিতে থাকেন।
এর ফলে একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশটি শুরু থেকেই সরাসরি সম্প্রচার করছিল স্থানীয় কিছু গণমাধ্যম।
বেলা ১২টার দিকে পুলিশ তাদের সভা শেষ করতে বলায় বিএনপির নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়।
সে সময়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে।
সেসময় বিএনপির কিছু কর্মী আহত হন। একই সময় বিএনপির কর্মীরা ইট-পাটকেল ছোড়ে।
সমাবেশের শুরুতে বিএনপির কর্মীদের নিজেদের মধ্যে একটা ধাওয়া -পাল্টা ধাওয়া হয় । কিন্তু এর পর প্রায় দুই ঘণ্টা তারা সমাবেশ করেন।
সমাবেশের শেষের দিকে রাস্তার একটা অংশ ছেড়ে দিতে বলে পুলিশ। আর তখনই পুলিশের সঙ্গ সংঘর্ষের এই ঘটনা ঘটে।